করোনা শনাক্তের কিট তৈরির কাঁচামাল আমদানির অনুমোদন

১৯ মার্চ, ২০২০ ১৬:৪৪  
প্রাথমিকভাবে করোনাভাইরাস শনাক্ত কিট উৎপাদন করতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ‌্যে এ সব কাঁচামাল দেশে চলে আসবে। দুই সপ্তাহের মধ‌্যে স্যাম্পল তৈরি করে সরকারকে দেওয়া সম্ভব হবে। এরপর পরীক্ষা করে ওষুধ প্রশসন অনুমতি দিলে বাজারজাত করা হবে। এর আগে তিনি জানিয়েছিলেন প্রতিটা কিটের জন‌্য ২০০ থেকে ২৫০ টাকা খরচ হতে পারে। দ্রুত এই কিটের মাধ‌্যমে করোনাভারাসে আক্রান্ত রোগী শনাক্ত করা সম্ভব হবে। কোভিড-১৯ শনাক্তে একটি কিট তৈরির জন‌্য কাঁচামাল আমদানি করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেড। বুধবার ওষুধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে কিটটি বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করেন এই কিট উদ্ভাবক ড. বিজন কুমার শীল।